মৌসুমি ফল আম ও লিচুর সুষ্ঠু বাজারজাতকরণে নাটোরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা

নাটোর প্রতিনিধি: মৌসুমি ফল আম ও লিচুর সুষ্ঠু বাজারজাতকরণে নাটোরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৮ মে) সকালে নাটোর জেলা প্রশাসকের কার‌্যালয়ের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মো: শাহরিয়াজের সভাপতিত্বে বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার, পুলিশ হেডকোয়াটারের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম সহ বিভিন্ন আড়ত ও ব্যবসায়ী সমিতি এবং বাগান মালিকরা।

সভায় আম ও লিচুর সুষ্ঠু বাজারজাতকরণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারী ব্যবসায়ীদের স্বাস্থ্য বিধি, পরিবহন, থাকা খাওয়ার ব্যবস্থা করা হয় বিভিন্ন প্রদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।

এই বছর নাটোর জেলায় ৯ ৫৩হেক্টর জমিতে লিচু এবং ৫হাজার ৫২০হেক্টর জমিতে আম চাষ হয়েছে। আর ৮হাজার ৩০৭মেট্রিক টন লিচু এবং ৭৭হাজার ৩০৫মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.