মোড়েলগঞ্জে বহরবুনিয়ায় নৌকার মাঝি হতে চান মোশারফ (ভিডিও)

মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোড়েলগঞ্জের ১১নং বহরবুনিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন হাওলাদার নৌকার মাঝি হতে চান।
গতকাল সোমবার বিকেলে কলেজ বাজার, কালীবাড়ি বাজারসহ বিভিন্নস্থানে ভোটারদের সাথে মতবিনিময় ও লিফলেট বিতরণ করেছেন। এ সময় শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে মোশারফ হোসেন বলেন, মোড়েলগঞ্জের ১৬ ইউনিয়নের মধ্যে বহরবুনিয়া ইউনিয়ন সবচেয়ে বেশি অবহেলিত। এখানে কোন উল্লেখযোগ্য উন্নয়নের ছোঁয়া লাগেনি। নদী পথ ছাড়া কোন যোগাযোগ ব্যবস্থা নেই।
২০০১ সালে জোট সরকারের আমলে নির্যাতিত হয়েও দলের হাল ছাড়েনি।
দীর্ঘ দিনের দলের ত্যাগী হিসেবে দলীয় প্রতিক তিনি দাবী করেন। বহরবুনিয়ায় উন্নয়নের জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দক্ষিণাঞ্চলের উন্নয়নের রুপকার শেখ হেলাল উদ্দিন এমপি, বাগেরহাট-৪ আসনের এ্যাড.আমিরুল আলম মিলন এমপি সুদৃষ্টি কামনা করছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ গনেশ পাল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.