মোহামেডানের ঐতিহ্য ফেরাতে পারবেন সাকিব?

বিটিসি স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান। এবার তার সামনে ঘরোয়া ক্রিকেটের চ্যালেঞ্জ। সাকিব দলের জন্য ‘কি ফ্যাক্টর’। সে পারফর্ম করতে পারলেই এবার চ্যাম্পিয়ন হবে মোহামেডান। এমনটাই বিশ্বাস ক্লাব কর্মকর্তাদের। সে লক্ষ্যেই ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চান সাকিব। মোমেন্টাম ধরতে পারলে টি-টোয়েন্টি ফরমেটের লিগে জয় পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি। প্রথমবারের মতো মোহামেডানে যোগ দিয়ে, জার্সি উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন সাকিব।
গতকাল শনিবার (২৯ মে) রাজধানীর একটি হোটেলে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মোহামেডানের জার্সি উন্মোচন করা হয়।

মোহামেডান ক্লাব কর্মকর্তাদের মতো এমন দৃঢ় বিশ্বাস সাকিব ভক্তদের মনেও। কিন্তু ব্যাটে-বলে যে ফর্মে নেই বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার। ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর আগের দিন অফিসিয়াল জার্সি উন্মোচনে হাসির ছলেই সাকিব বলে দিলেন, শ্রীলঙ্কা সিরিজের ব্যর্থতা কাটিয়ে উঠতে চান দ্রুত।

সাকিব বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য প্রথম ম্যাচ জেতা। যেহেতু একের পর এক খেলা এবং টি-টোয়েন্টিতে ধারাবাহিকতা ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে জয়ে দিয়ে ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’

ছোটবেলার পছন্দের জার্সি সাদা-কালো। সময় যতো গড়িয়েছে ঐতিহ্যবাহী সাদা-কালো জার্সিধারীদের মাঠের পারফরমেন্স হয়েছে ধূসর। সুদিন ফেরানোর স্বপ্ন দেখা ক্লাবটির আস্থার প্রতিদান দিতে চান সাকিব।

করোনায় গত বছর লিগ ছিলো অসম্পূর্ণ। প্রতিটি ক্লাবে গত মৌসুমের খেলোয়াড়দের রেখেই এবার মাঠে গড়াচ্ছে ডিপিএল। তবে আব্দুর রাজ্জাক বিসিবির নির্বাচক হওয়ায়, গত বছর নিষেধাজ্ঞায় থাকা সাকিবকে এবার দলে ভিড়িয়েছে মোহামেডান।

ক্যাপ্টেন সাকিবের স্কোয়াডে অন্যান্যদের মধ্যে আছেন তাসকিন, রাহী, শামসুর রহমান শুভ, পারভেজ ইমনরা। আসন্ন টুর্নামেন্টে দলটির ভারপ্রাপ্ত কোচ মেহরাব হোসেন অপি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.