মোস্তাফিজের বলে সৌম্যর অসাধারণ ক্যাচ

বিটিসি স্পোর্টস ডেস্ক: মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে হারারে স্পোর্টস ক্লাব মাঠে শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও টসভাগ্য নিজেদের পক্ষে পেল না বাংলাদেশ ক্রিকেট। টস হেরেছেন টাইগার অধিনায়ক।
টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ব্রেন্ডন টেলরকে বিশ্রামে দেওয়ায় টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করছেন তিনি।
ফিল্ডিংয়ে নেমে নিজের প্রথম ওভারেই সাফল্য পেলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
মোস্তাফিজের দ্বিতীয় বলেই বিশাল এক ছক্কা মেরেছিলেন বাঁহাতি ব্যাটসম্যান তাদিওয়ানাশে মারুমানি। চালিয়ে দিয়েছিলেন পরের দুই বলেও, কিন্তু ব্যাটে খেলতে পারেননি।
অফ স্টাম্পের বেশ বাইরের বল টেনে খেলার চেষ্টায় ব্যাটে লাগাতে পারলেন, কিন্তু টাইমিং হয়নি মোটেও। ডিপ মিডউইকেট সীমানা থেকে অনেকটা দৌড়ে এসে ঝাঁপিয়ে চমৎকার এক ক্যাচ লুফে নেন সৌম্য সরকার।
৭ বলে ৭ রান করে ফিরলেন মারুমানি।
এ প্রতিবেদন লেখার সময় জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে  ৩৮ রান। মাত্র ৪ ওভারেই এই রান তুলেছে স্বাগতিকরা।
ঝড়ো ব্যাটিং করছেন রেগিস চাকাভা। ৪ বাউন্ডারি হাকিয়ে ৮ বলে ১৯ রান করেছেন। অন্যপ্রান্তে ওপেনার মাধেভেরে ১৫ বলে ১৮ রানে অপরাজিত। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.