মোরেলগঞ্জে ডরপ উদ্যোগে প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি সংস্থা ডরপ-এর আয়োজনে ইভল্ভ প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে খাউলিয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফ দি রুরাল পুওর-ডরপ-এর আয়োজনে, হেলভেটাস বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এ প্রকল্প পরিচিতি সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান, প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ইভল্ভ প্রকল্প সমন্বয়কারী মাহাবুবা আক্তার। সভাটি সঞ্চালনা করেন ডরপ-পানিই জীবন প্রকল্পের নেটওয়ার্ক এন্ড এ্যাডভোকেসি অফিসার মো. সওকাত চৌধুরী।
এর পূর্বে ডরপ এনহেন্স ভয়েস ফর দ্য ইনক্লুসন অব দ্য ভালনারেবল এন্ড দেয়ার এমপাওয়ারমেন্ট (ইভল্ভ) প্রকল্পের মাধ্যমে উপজেলার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনযাত্রার মানউন্নয়নে নিশানবাড়ীয়া, বারইখালী, জিউধরা ও খাউলিয়া ইউনিয়ন পরিষদে পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তৃতা করেন সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, আউয়াল খান মহারাজ, জাহাঙ্গীর আলম বাদশা, মো. সাইদুর রহমান ফিল্ড কে-অডিনেটর চুমকি রাণী, ইউপি সদস্য মো. কামরুজ্জামান খান প্রমুখ।
বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সচিব, ইউপি সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেনীপেশার প্রতিনিধিবৃন্দ। বক্তারা বলেন, এসডিজি লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জনে বেসরকারী উন্নয়ন সংস্থা ডরপ এর কর্মকান্ডে ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারী সংস্থার সকলকে সার্বিক সহযোগিতা করার আহবান জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি গনেশ পাল ও এম.পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.