বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় চেতনানাশক খবার খেয়ে শিশুসহ ৪ জন অচেতনন হয়ে পড়েছেন। রবিবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নিশান বাড়িয়া গ্রামের শাজাহান শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে রাতেই থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় অচেতন অবস্থায় পড়ে থাকা ৪ জনকে উদ্ধার করে মোড়েলগঞ্জ হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে।
রাতের খাবার খেয়ে ঘরের মধ্যে বিক্ষিপ্ত অবস্থায় অচেতনভাবে পড়ে থাকা ব্যক্তিরা হচ্ছেন, রাজ মিস্ত্রী মনির শেখ (৪৫), তার মেয়ে সেতু আক্তার (১৫), ছেলে জিহাদুল ইসলাম (৫) ও মনির শেখের আত্মীয় মোঃ জয়নাল আবেদীন (৭২)।
হাসপাতালে চিকিৎসাধীন মনির শেখের স্ত্রী জোসনা বেগম সোমবার সকালে বলেন, রবিবার রাত ৮টার দিকে ভাত খাওয়ার সাথে সাথেই তার স্বামী, দুই সন্তান ও বেড়াতে আসা বেয়াই ঘরের বিভিন্ন স্থানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। এ অবস্থা দেখে সে (জোসনা বেগম) নিজে আর খাবার খায়নি। অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরের সকলকে অজ্ঞান করে মালামাল চুরির উদ্দেশ্যে খাবারের সাথ চেতনানাশক ওষুধ মিলিয়ে রেখেছে বলে সন্দেহ করেন জোসনা বেগম।
এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ওসি মোঃ সাইদুর রহমান বিটিসি নিউজকে বলেন, খবর পাওয়া মাত্র পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়া হয়। ওই বাড়ি থেকে কিছু চুরি হয়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.