মোরেলগঞ্জে অর্থের অভাবে বন্ধ হয়ে পড়েছে মুক্তিযোদ্ধাদের স্মরণে ভার্স্কযের কাজ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে স্বাধীনতা যুদ্ধে ইতিহাস ও ঐতির্য্য যুদ্ধকালিন ৯নং সেক্টরের শহীদদের সম্বলিত দেওয়াল ও সুন্দরবন পরগনার ভার্স্কযের কাজ অর্থের অভাবে বন্ধ হয়ে পড়েছে।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, পানগুছি নদীর তীরবর্তী পুরাতন খেয়াখাটের কাছে সহকারি পুলিশ সুপারের কার্যালয়ের নতুন ভবনের দেয়ালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিব শর্তবর্ষে উদযাপন উপলক্ষে ৯নং সেক্টরের ইতিহাস নিয়ে এ ভার্স্কযের কাজ শুরু করেন মোরেলগঞ্জের সমাজ সেবক ৩ বন্ধু।

ভার্স্কর এমএ মালেক-এর পরিকল্পনা অনুযায়ী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক স্বপন সাহা ও সহ-সভাপতি নির্ঝর ঘরাই শহীদদের স্মরণে সম্বলিত এ ছবি দেয়ালের কাজটি অক্টোবর ২০১৯ শুরু করেন। ১৭ মার্চের আগেই কাজটি শেষ হওয়ার পরিকল্পনা রয়েছে। এ কাজের জন্য মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম-এর সার্বিক সহযোগিতায় চলমান কাজটি এগিয়ে গেলেও শেষ পর্যায়ে এসে ঝিমিয়ে পড়েছে এ দেয়ালের কাজটি।

এ কাজে ইতোমধ্যে ব্যায় হয়েছে ১ লক্ষ টাকারও বেশী। বাকি কাজ সমাপ্ত করতে প্রায় ২ লাখ টাকার প্রয়োজন রয়েছে বলে ভার্স্কর মালেক হাওলাদার জানান।

দেয়ালটিতে প্রথমে রয়েছে স্বাধীনতা পদক বাংলাদেশ পুলিশ, যথাক্রমে ৭ই মার্চ ১৯৭১ জাতীর জনকের বর্জকন্ঠ, কালোরাত্রী রাজারবাগ পুলিশ লাইন ২৫মার্চ ১৯৭১, মুক্তিযুদ্ধে ৯নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর (অবঃ) এম এ জলিল, সাব-সেক্টর কমান্ডার মেজর(অবঃ) জিয়াউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহম্মেদ মধু’র ছবি। আরো রয়েছে পাক বাহিনীর আত্মসমর্পনের ছবি, মুক্তিবাহিনী ও সেনাবাহিনী প্রধান আতাউল গনি ওসমানী ছবি, জেল হত্যায় আওয়ামী লীগের জাতীয় ৪ নেতা সাবেক উপ-রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহম্মেদ, ক্যাপ্টেন মুনসুর আলী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবুল হাসনাত, মো. কামরুজ্জামান, সাবেক কৃষি ও ডাক টেলিযোগাযোগ মন্ত্রী শেখ আব্দুল আজিজ।

রয়েছে স্বাধীনতা যুদ্ধের ৭ বীর শ্রেষ্ঠঃ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী হামিদুর রহমান, সিপাহী মোস্তফা কামাল, ইঞ্জিন রুম আরর্মি অফিসার মোস্তফা কামাল, ফ্লাইট লেফটেল্যান্ট মতিউর রহমান, লেন্স নায়েক মুন্সী আব্দুর রউফ, লেন্স নায়েক নূর মোহাম্মদ।

৫২’র ভাষা আন্দোলনের ৫ জন ভাষা শহীদঃ ভাষা শহীদ আব্দুস ছালাম, আবু বরকত, রফিক উদ্দিন আহম্মেদ, শফিউর রহমান, আব্দুর জব্বার এ রকম ২৬টি ছবি খোদাই করে দেয়ালটি সাজানো হয়েছে। প্রথমে ৪টি ছবি ২ফুট লম্বা ও ৪ ফুট চওড়া দেওয়া হয়েছে। বাকি প্রতিটি ছবি ২ থেকে দেড় ফুট করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী অর্থের অভাবে অসামাপ্ত রয়েছে খেয়াঘাটের দু’ পাশেই ৭ ফুট লম্বা ও ২ ফুট চওড়া বঙ্গবন্ধু মুরাল, ডান দিকে পর্যটকদের অর্ভাথনায় থাকছে ওয়েলকাম টু সুন্দরবন পরগনা। একইসাথে থাকবে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মীয় রিলিফ ওয়ার্ক।

এ সর্ম্পকে ভাস্কর এমএ মালেক বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, মুজিব শতর্বষে ১৭ জানুয়ারির পূর্বে দেওয়ালের কাজটি সমাপ্তির কথা থাকলেও রয়েছে অনিশ্চয়তার পথে। আর্থিক উদ্যোক্তরা এগিয়ে আসলে কাজটি দ্রুত গতিতে এগিয়ে নেওয়া সম্ভব বলে তিনি জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ গনেশ পাল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.