মোবাইল ব্যবহারের কারণেই রুশ সেনাদের ওপর হামলা : মস্কো

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের মাকিভকায় নববর্ষের প্রথম প্রহরে একটি অস্থায়ী সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ৮৯ রুশ সেনা নিহত হয়েছে। ১ জানুয়ারি (গত ৩১ ডিসেম্বর দিবাগত মধ্যরাতে) দোনেৎস্ক অঞ্চলের মাকিভকাতে ইউক্রেনীয় বাহিনী একটি কারিগরি কলেজের ওপর হামলা চালায়। কলেজটিকে রুশ সেনারা অস্থায়ী ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল।
রুশ সেনাদের মোবাইল ফোন ব্যবহারের কারণে শত্রুপক্ষ হামলাটি চালাতে পেরেছে বলে মনে করছে মস্কো। যদিও সেনাদের ফোন ব্যবহারের অনুমতি ছিল না। রাশিয়া বলছে, এর মধ্য দিয়েই শত্রুপক্ষ রুশ সেনাদের অবস্থান শনাক্ত করতে পেরেছে।
আজ বুধবার (৪ জানুয়ারি) ভোরে এক টেলিগ্রাম পোস্টে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, হামলায় রেজিমেন্টের উপকমান্ডার লেফটেন্যান্ট কর্নেল বাচুরিনও নিহত হয়েছেন। হামলার ঘটনাটি নিয়ে একটি কমিশন তদন্ত করছে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
রাশিয়া বলছে, সেনাদের মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ ছিল। তারপরও তাঁদের অনেকেই তা ব্যবহার করেছে। আর এর জন্যই হামলা সম্ভব হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইউক্রেনীয় গোলার লক্ষ্যবস্তু হতে পারে, এমন এলাকায় রুশ সেনাদের ব্যাপক হারে মুঠোফোন ব্যবহারের কারণে যে এ ধরনের হামলা সম্ভব হয়েছে, তা ‘ইতিমধ্যে নিশ্চিত’।
এর মধ্য দিয়ে শত্রুপক্ষ রুশ সেনাদের অবস্থান শনাক্ত করে এটিকে ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু করতে পেরেছে। বিবৃতিতে রুশ কর্তৃপক্ষ আরও বলেছে, তদন্তে যেসব কর্মকর্তা দোষী সাব্যস্ত হবেন, তাঁদের বিচারের মুখোমুখি করা হবে। ভবিষ্যতে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। (সূত্র: বিবিসি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.