মোদির সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, যেসব কথা হলো

বিটিসি আন্তর্জাতিক ডেস্কসফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজধানী নয়াদিল্লিতে আজ শুক্রবার (০১ এপ্রিল) বিভিন্ন বিষয়ে প্রায় ৪০ মিনিট কথা বলেন তারা। বৈঠকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন মোদি।
ইউক্রেনে রাশিয়ান সামরিক অভিযানে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা না করায় পশ্চিমাদের চাপের মুখে রয়েছে ভারত। ইউক্রেন সংকটে ভারতের অবস্থানকে ‘নড়বড়ে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এর মধ্যেই গতকাল বৃহস্পতিবার (৩১ মার্চ) দুই দিনের সফরে নয়াদিল্লি পৌঁছান রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগীর এ সফরকে আন্তর্জাতিক ভূ-রাজনীতির প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এনডিটিভি জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে বেশ গুরুত্ব দিয়েছেন ভারতীয় নেতারা। আজ শুক্রবার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ছাড়াও এই রুশ কূটনীতিকের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদিও।
প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই সপ্তাহে অন্য দেশের সফররত কোনো পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেই সাক্ষাৎ করেননি মোদি। এমনকি যুক্তরাজ্য, চীন, অস্ট্রিয়া, গ্রিস ও মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও না।
ভারতীয় প্রধানমন্ত্রীর অফিসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সঙ্গে বৈঠককালে ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদি। অবিলম্বে ইউক্রেন অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। সেই সঙ্গে শান্তি আলোচনা বা মধ্যস্থতার জন্য নয়াদিল্লি প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন।’
এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ল্যাভরভ। বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে ল্যাভরভ বলেন, ‘আমরা ভারতের অবস্থানের প্রতি সম্মান জানাচ্ছি। কারণ তারা ইউক্রেন ইস্যুকে এক পাক্ষিকভাবে নয়, বরং সম্পূর্ণ বাস্তবতার ভিত্তিতে দেখছেন।’
ল্যাভরভ আরও বলেন, ‘আমাদের পশ্চিমা বন্ধুরা যে কোনো অর্থপূর্ণ আন্তর্জাতিক ইস্যুকে ইউক্রেন সংকটের সঙ্গে মেলাতে ব্যস্ত। কিন্তু আপনারা আমাদের অবস্থানের ব্যাপারে জানেন, আমাদের মধ্যে কোনো লুকোচুরি নেই।’ ভারত-রাশিয়ার দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করে ল্যাভরভ বলেন, ‘ভারত ও রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে বন্ধুত্বই মূল ভিত্তি।’
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সমালোচকদের ইঙ্গিত করে ল্যাভরভ বলেন, ‘আমাদের পশ্চিমা বন্ধুরা ইউক্রেন সংকটের জন্য অর্থবহ একাধিক আন্তর্জাতিক ইস্যুর গুরুত্বকে খাটো করতে আগ্রহী।’
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করে পশ্চিমা বিশ্বকে বার্তা দিয়েই শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে জয়শঙ্কর বলেন, ‘দিল্লি সব সময়ই আলোচনা ও কূটনীতির মাধ্যমে মতভেদ ও বিরোধ সমাধানের পক্ষে।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.