মোংলা মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত-১, চালক আটক


বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় বেলাল মোল্লা (৩০) নামের এক ইটভাঙ্গা মেশিনের চালক নিহত হয়েছেন। গত রবিবার সকাল ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী হাইওয়ে থানার সামনে খুলনাগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা ইটভাঙ্গা ট্রলীকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই চালক মারা যায়। পরবর্তীতে স্থানীয়রা রাস্তা অবরোধ করে এবং ট্রাক চালককে আটকে রাখে।
ঘটনাস্থলে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ট্রাক চালক মোঃ রুবেল খান (২৫)কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত বেলাল মোল্লা মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া গ্রামের মোঃ কামাল মোল্লার ছেলে। তারা দীর্ঘদিন ধরে খুলনা জেলার রুপসা উপজেলার বাগমারা এলাকায় বসবাস করতেন।
আটক মোঃ রুবেল খান মোরেলগঞ্জ উপজেলার শেখপাড়া এলাকার ইউসুব আলী খানের ছেলে।
কাটাখালি হাইওয়ে থানার এসআই জয়ন্ত কুমার দাস বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।ঘাতক ট্রাক জব্দ ও ট্রাকের চালক মোঃ রুবেল খানকে আটক করেছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.