মোংলা থেকে দুই হাজার লিটার লুব্রিকেন্ট অয়েলসহ তিন চোরাকারবারিকে আটক

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদী থেকে দুই হাজার লিটার লুব্রিকেন্ট অয়েলসহ (মবিল) তিন চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) পশুর নদীর জয়মনির সাইলো সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে কোস্টগার্ড। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
আটকরা হলেন: বাগেরহাট জেলার মোংলা উপজেলার কানাইনগর গ্রামের বুলু খার ছেলে নিয়ামুল (২২), জয়বাংলা গ্রামের মিনহাজ উদ্দিন হাওলাদারের ছেলে হারুন হাওলাদার (৩৫) এবং একই গ্রামের রফিকুল (২৫)।
কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে: কমান্ডার শাহরিয়ার পারভেজ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, বন্দরের পশুর চ্যানেলে অবস্থানরত বিদেশি জাহাজ থেকে লুব্রিকেন্ট অয়েল পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রলার আটক করা হয়। পরে ট্রলার তল্লাশি করে ১ হাজার ৯৫০ লিটার লুব অয়েল ও তেল পাচার কাজে ব্যবহৃত ৩৯টি ড্রাম উদ্ধার করা হয়। চোরাকারবারীদের ট্রলারে থাকা সোলার প্যানেল, গ্যাস ও গ্যাসের চুলাসহ অন্য মালামাল জব্দ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.