মেয়ের প্রেমে বাধা, মাকে কুপিয়ে খুন করলো কিশোরী মেয়ে

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে মেয়ের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মেয়ে মো‌মেনা ওর‌ফে বৃ‌ষ্টি খাতুনকে (১৫) আটক করেছে। রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের আগমাড়াই গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত নাজনিন আক্তার (৪৫) আগমাড়াই গ্রামের মান্নান মৃধার স্ত্রী।

ন‌ি‌হতের স্বজন সবুজ প্রমাণিক বিটিসি নিউজকে জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মে‌য়ের বাড়িতে ছিলো পরিবারে প্রায় সব সদস্য। এরই মধ্যে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৃষ্টির মা নাজনিন আক্তার আহত হয়েছেন বলে তারা খবর পান। পরে তারা রাজবাড়ী সদর হাসপাতালে ছুটে যান। ওই সময় হাসপাতালের চিকিৎসক নাজনিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সেখা‌নে তার অবস্থার অবন‌তি হ‌লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঢাকা মে‌ডি‌কে‌লে নেয়ার প‌থে মানিকগঞ্জ এলাকায় রাত সাড়ে ১২টার দিকে নাজনিন মারা যান। পরে তারা মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

নাজনিন এক ছেলে ও এক মেয়ে সন্তানের জননী। এ ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নাজনিনের মেয়ে বৃষ্টি খাতুনকে আটক করেছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম বিটিসি নিউজকে জানান, বৃষ্টির সাথে মাসুদ নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিলো। গতকাল শুক্রবার বিকালে বৃষ্টির সাথে মুঠোফোনে প্রেমিক মাসুদের ঝগড়া হয়। এ কারণে বৃষ্টির মন খারাপ ছিলো। সে সময় তার মা তাকে ওই প্রেমের বিষয় নিয়ে গালমন্দ করেন। এক পর্যায়ে বৃষ্টি ঘরের দরজা আটকে ধারালো বটি দিয়ে তার মা নাজ‌নিন আক্তারের মাথায়, কপালে ও হাতে কুপিয়ে মারাত্মক জখম করে। এতে তার মৃত্য হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.