মেহেরপুরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পাট চাষ করে বিপাকে চাষীরা

 

মেহেরপুর প্রতিনিধি: চলতি মৌসুমী মেহেরপুরে লক্ষ্যমাত্রা চেয়ে বেশি পাট চাষ হলেও পাট জাগ দেওয়া নিয়ে মহা চিন্তিত হয়ে পড়েছেন চাষীরা। ঋতু অনুযায়ী বর্ষার শেষ দিক অর্থাৎ আষাঢ়ের পর শ্রাবণ মাসের শেষের দিকেএসেও মেহেরপুরে বৃষ্টির পানি না হওয়ার চাষীরা পাট জাগ দিতে হিমশিম খাচ্ছেন।
স্থানীয়রা জানায়, বিগত কয়েক বছরের ন্যায় চলতি মৌসুমে মেহেরপুরের আকাশে পানি শূন্য। যে কারণে মেহেরপুরের একমাত্র নদ ভৈরব। সেখানে পাঠ জাগ দিতে এমনিতেই সরকারিভাবে নিষেধ। তারপরও খাল-বিল কিংবা রাস্তার পাশের পরিত্যক্ত গর্তগুলো পানি শূন্য রয়েছে, যে কারণে পাটজাগ দেওয়া নিয়ে মহা দুশ্চিন্তায় রয়েছে এ অঞ্চলের চাণি।
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে মেহেরপুর জেলার তিনটি উপজেলায় ২১ হাজার ৭৩৪ সেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। কিন্তু নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ২৬৬ হেক্টর বেশি জমিতে পাঠের চাষ হয়েছে। অর্থাৎ মেহেরপুরে পাট চাষ হয়েছে ২২ হাজার হেক্টর জমিতে।
এদিকে বর্ষার ভরা মৌসুমেও মেহেরপুরে বৃষ্টির পানি না থাকাই পাট চাষীরা তাদের পাট জাগ দেওয়া নিয়ে চিন্তিত হয়ে পড়েছে।
অনেক চাষী বাড়তি খরচ করে পাট কেটে তাদের পাট দূর দূরান্তে নিয়ে পুকুর ভাড়া করে পাট জাগ দিচ্ছে। অনেক চাষী আবার গর্ত কিংবা পুকুর ভাড়া নিয়ে শ্যালো মেশিনের সাহায্যে পানি দিয়ে পাট জাগ দিচ্ছেন। এতে খরচের মাত্রা বেড়ে যাচ্ছে। পাটের রংও কালছে হয়ে যাচ্ছে বলা জানান চাষীরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মেহেরপুর প্রতিনিধি মো. আকবর আলী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.