মেহেরপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ ১৩ জন গ্রেফতার

 

মেহেরপুর প্রতিনিধি: আজ বুধবার নাশকতার মামলায় মেহেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, সদর থানা বিএনপি সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মারুফ আহমেদ বিজনসহ বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দিনগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এবং গাংনী ও সদর থানা পুলিশ সদর ও গাংনী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

ডিবি পুলিশের একটি দল রাত সাড়ে ১০টার দিকে শহরের মুন্সি জমির উদ্দীন মার্কেটে বিজনের ল’ চেম্বার থেকে তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেয়।

এদিকে, রাতে গাংনী উপজেলা থেকে পলাতক সাত আসামিকে এবং বিজনসহ মেহেরপুর সদর থানা পুলিশের দায়ের করা নাশকতা মামলার ছয় আসামিকে গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের দুপুরের মধ্যে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হচ্ছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.