ইতালিতে ঝড় ও ভারি বর্ষণে তলিয়ে গেছে ভাসমান পর্যটন নগরী, ১১ জনের মৃত্যু

 

বিটিসি নিউজ ডেস্কইতালিতে ঝড় ও ভারি বৃষ্টিপাতে উত্তর-পশ্চিমাঞ্চলের বিশাল এলাকার পাশাপাশি তলিয়ে গেছে ভাসমান পর্যটন নগরী ভেনিসও। বন্যা ও ঝড়ো হাওয়ায় ১১ জনের মৃত্যু হয়েছে। দেশটির পশ্চিম ও উত্তরাঞ্চলে গতকাল মঙ্গলবার প্রতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে ঝড় বয়ে যায়।

নিরাপত্তার কারণে গত সোমবার রাজধানী রোমসহ দেশটির বেশিরভাগ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান এবং পর্যটক এলাকাগুলো বন্ধ ঘোষণা করা হয়। এদিন জলকন্যা খ্যাত ভেনিসে পানির উচ্চতা বেড়ে বেশিরভাগ ঘাট এবং চলাচলের পথ ডুবে যায়।

কর্মকর্তারা জানান, নগরীর ৭৫ শতাংশ পানিতে তলিয়ে গেছে। ভেনিসের কেন্দ্রস্থলের সান মার্কো স্কয়ার পানিতে ডুবে যাওয়ায় গত সোমবার বিকালে তা বন্ধ ঘোষণা করা হয়।

ভেনিস ছাড়াও উত্তরের অনেক অঞ্চলে ঝড়ো বাতাসে গাছ উপড়ে গেছে এবং ভূমিধসের ঘটনা ঘটেছে। ভূমিধসে এবং উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে কয়েকজনের মৃত্যু হয়েছে।ইতালিজুড়ে ঝড়ে সোমবার ছয়জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এছাড়া গতকাল মঙ্গলবার আরও পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পশ্চিম উপকূলে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.