মেসি-এমবাপ্পের গোলে পিএসজির বড় জয়

বিটিসি স্পোর্টস ডেস্ক: ফ্রেঞ্চ লিগ ওয়ানে বড় জয় পেয়েছে পিএসজি। রোমাঞ্চকর জয়ের ম্যাচে পিএসজির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন ফরাসি ফরোয়ার্ড। আর এই জয়ে শীর্ষস্থান আরও সুসংহত করল ফরাসি ক্লাবটি।
এমবাপ্পের রেকর্ডের দিনে নঁতকে ৪-২ গোলে হারিয়েছে ক্রিস্তফ গালতিয়ের দল।
নিজ মাঠে ১২ মিনিটে দলকে লিড এনে দেন লিওনেল মেসি। ৫ মিনিট পরে নঁত ডিফেন্ডার গাউয়েন হাজামের আত্মঘাতী গোলে আরও এগিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
এরপরই হঠাৎ করে খেই হারায় পিএসজি। ৩১ ও ৩৮ মিনিটে দুই গোল হজম করে বিরতিতে যায় তারা। ৩১তম মিনিটে ব্যবধান কমান লুদোভিক ব্লাস। ৩৭ মিনিটে সমতায় ফেরে নঁত। কর্নারের জটলা থেকে জাল খুঁজে নেন ক্যামেরুনের ফরোয়ার্ড ইগনাতিয়াস গানাগো।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজেদের চেনা রুপে ফেরে মেসি-এমবাপ্পেরা। ৬০ মিনিটে কর্নার থেকে বল পেয়ে যান এমবাপে। ডি বক্সে বাইরে থেকে তার উঁচু করে বাড়ানো বল দারুণ হেডে জালে পাঠান পেরেইরা।
শেষদিকে স্কোরশিটে নাম তোলেন এমবাপ্পে। যোগ করা সময়ে টিমোথি পেম্বেলের কাছ থেকে বল পেয়ে পেনাল্টি স্পটের কাছ থেকে নঁতের গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি তারকা।
এর মাধ্যমে পিএসজির হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ২০১তম গোল। ২০০ গোল নিয়ে এত দিন চূড়ায় ছিলেন এদিনসন কাভানি।
এই জয়ে ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করল পিএসজি। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে নঁত আছে ১৩ নম্বরে। এক ম্যাচ কম খেলা মার্সেই ৫২ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.