মেধাবী অসচ্ছল ১২২ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিলো বাগেরহাট ফাউন্ডেশন


বাগেরহাট প্রতিনিধি: মেধাবী অসচ্ছল ১২২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে বাগেরহাট ফাউন্ডেশন। বুধবার (২৭এপ্রিল) সকালে শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে এই বৃত্তির টাকা হস্তান্তর বাগেরহাট করেনজেলা প্রশাসক ও ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার রিজাউল করিমের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মলন কক্ষে অনুষ্ঠিত এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান।
ফাউন্ডেশনের সহ-সভাপতি শেখ হায়দার আলী বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার।
সাধারণ সম্পাদক বলেন, বাগেরহাট ফাউন্ডেশন উচ্চ শিক্ষায় নিয়োজিত বাগেরহাটের মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি কর্মসূচি ধারাবাহিকভাবে কার্যকর করতে চায়। এ বছর প্রাপ্ত ববেদন যাচাই করে ১২৩ জনকে মোট ৩ লাখ ৮৫ হাজার টাকা বৃত্তি প্রদান করা হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.