মেঘ সরে গেলেই শৈত্যপ্রবাহ আসছে, নামবে তীব্র শীত

খুলনা ব্যুরো: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় পিথাই ভারতের অন্ধ্র উপকূলে অঘাত হানার পর উড়িষ্যার স্থলভাগে বৃষ্টি ঝরাচ্ছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় মঙ্গলবারও বৃষ্টি হয়। আগামীকাল বুধবারও আকাশ মেঘলা খাকতে পারে।

তবে দুপুরের দিকে কিছুটা মেঘমুক্ত হলেও তাপমাত্রা কমবে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে, শৈত্য প্রবাহ আসছে আগামী ৩-৪দিনের মধ্যে। ফলে তীব্রশীত নামবে। মঙ্গলবার খুলনায় ২মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া দপ্তর।
এদিকে দেশের চার সমুদ্রবন্দরে ৩নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.