নির্বাচনের পর রাসিকের উন্নয়ন কার্যক্রম জোরালো হবে : মেয়র লিটন

:লীগ প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দের সাথে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বিগত ৫ বছর রাজশাহীর উন্নয়ন মুখে থুবড়ে পড়ে ছিল। আমি দায়িত্ব নেওয়ার পর সিটি কর্পোরেশনের কার্যক্রমে গতি আনার চেষ্টা করেছি। আশা করছি আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসবেন। আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করলে রাজশাহীর উন্নয়ন কার্যক্রম আরো বেশি জোরালো হবে।
সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-২ সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও বর্তমান ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলীসহ সিটি কর্পোরেশনের অন্যান্য কাউন্সিলরবৃন্দ। #প্রেস বিজ্ঞপ্তি ) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.