মেক্সিকোতে কার্গো ট্রাক’র ধাক্কায় নিহত-১৯

বিটিসি আন্তর্জাতিক ডেস্কমেক্সিকো কেন্দ্রীয় শহর সিটি-পুয়েবলার সাথে সংযোগকারী হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।
গতকাল শনিবার (০৬ নভেম্বর) এই সড়ক দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, গতকাল শনিবার (০৬ নভেম্বর) দুপুরের দিকে মেক্সিকো সিটি-পুয়েবলা মহাসড়কের একটি টোল বুথে টোল দেওয়ার জন্য বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়েছিল। এসময় সেখানে পেছন থেকে একটি কার্গো ট্রাক সজোরে গাড়িগুলোকে ধাক্কা দেয়। এসময় বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এছাড়া দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশ বন্ধ করে দেওয়া হয়। পরে উদ্ধার তৎপরতা শুরু করে জরুরি বিভাগের কর্মীরা।
মেক্সিকোর হাইওয়ে অথরিটি এক বিবৃতিতে জানায়, টোল বুথে টোল দেওয়ার জন্য বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়েছিল, গাড়ি গুলোকে পেছন থেকে ধাক্কা দেয় একটি কার্গো ট্রাক। এতে ১৯ জন নিহত এবং আরও ৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে কার্গো ট্রাক চালকও রয়েছেন।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.