মৃত্যুপুরী থেকে ফিরলেন ঘানার সেই ফুটবলার

বিটিসি স্পোর্টস ডেস্ক: একের পর এক শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্কের দক্ষিণাঞ্চল ও প্রতিবেশী সিরিয়ার সীমান্তবর্তী এলাকা। সেখানে বেড়েই চলেছে লাশের সংখ্যা।
শক্তিশালী এই ভূমিকম্পের ঘটনায় নিখোঁজ ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুর খোঁজ মিলেছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া চেলসি ও নিউক্যাসেলের সাবেক এ ফুটবলার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পর্তুগিজ স্পোর্টস সাইট ‘এ বোলা’র বরাতে মার্কা জানিয়েছে, ভূমিকম্পের ঘটনায় ৩১ বছর বয়সী ঘানার ওই ফুটবলার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। জরুরি উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করে। তার শ্বাস নিতে সমস্যা হওয়ায় এবং ডান পায়ে আঘাত থাকায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিউক্যাসল জানায়, ‘ক্রিশ্চিয়ান আতসুর জন্য প্রার্থনা করুন। যেন কিছু ভালো খবর পাওয়া যায়।’
সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। এখন পর্যন্ত ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪ হাজার ৩শ’ জন ছাড়িয়েছে। উদ্ধারকর্মীরা জীবিতদের উদ্ধারে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মৃত্যুর সংখ্যা আট গুণ বাড়তে পারে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.