মুসলিম নারী কর্মীদের হিজাব অনুমোদন ফিলিপাইন কোস্টগার্ডের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে মুসলিম নারী কর্মীদের জন্য হিজাব পরার বৈধতা দিয়েছে দেশটির কোস্টগার্ড কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) এ অনুমোদন দেওয়া হয়। দেশটির মোট জনসংখ্যার ৬ শতাংশ মুসলিম।
ফিলিপাইনে এখন থেকে কোস্টগার্ডের মুসলিম নারী কর্মীরা তাদের ইউনিফর্মের সঙ্গে হিজাব পড়তে পারবেন।
ফিলিপাইনে মোট জনসংখ্যা ১১ কোটি। দেশটির কোস্টগার্ডে এক হাজার ৮৫০ জন মুসলিম কর্মী কাজ করছেন। এর মধ্যে নারী কর্মী আছেন ২০০ জন।
কোস্টগার্ডের এ পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ফিলিপাইনের মুসলিম সম্প্রদায়।
ফিলিপাইনের কোস্টগার্ডের এক ইমাম গত বছর মুসলিম নারী কর্মীদের জন্য হিজাব অনুমোদনের দাবি জানিয়ে ছিলেন। (সূত্র: আরব নিউজ) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.