মুসলিমদের দীর্ঘ ভিসার বিরোধিতা ভারত

 

বিটিসি নিউজ ডেস্ক: বাংলাদেশি মুসলিম নাগরিকদের দীর্ঘমেয়াদি ভিসা না দেওয়ার দাবি তুলেছেন ভারতের আসাম রাজ্যের দুই বিজেপি বিধায়ক।স্বল্পমেয়াদি ভিসা দিয়ে নজরদারি চালানোর দাবি তুলেছেন তাঁরা। ওই দুই বিজেপি বিধায়ক হলেন শিলাদিত্য দেব ও কৃষ্ণেন্দু পাল।সম্প্রতি দিল্লিতে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল (অব.) ভি কে সিংয়ের কাছে লিখিতভাবে এই দাবি জানিয়েছেন তাঁরা।

আসামের সীমান্তবর্তী করিমগঞ্জ জেলার তরুণী মৌসুমি দাসের স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে বাংলাদেশি যুবককে বিয়ে করে দেশ ছাড়ার ঘটনাকে কেন্দ্র করে। মৌসুমিকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছে বলে দুই বিধায়কের অভিযোগ । বাংলাদেশি আদালত অবশ্য মৌসুমির ধর্মান্তরকরণ বা বিয়েকে বৈধতা দিয়েছে। বাংলাদেশি মুসলিমদের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’-এর অভিযোগ তুলে অবিলম্বে মৌসুমিকে উদ্ধারের দাবি জানান তাঁরা।

বিধায়ক শিলাদিত্য দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে এই দাবি তোলার কথা ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন।গত সোমবার সামাজিক গণমাধ্যমটিতে তিনি চিঠির প্রতিলিপি প্রকাশ করেন। চিঠিতে সন্দেহ প্রকাশ করা হয়েছে বাংলাদেশ থেকে মুসলিমদের বৈধ ভিসা নিয়ে আসা পর্যটকদের নিয়েও। তাঁদের দাবি, ভিসাপদ্ধতি কঠোর করা হোক মুসলিমদের ক্ষেত্রে। তবে হিন্দু বাংলাদেশিদের নিয়ে চিঠিতে কোনো কথা নেই।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.