মুজিব শতবর্ষ উপলক্ষে“ মাদকাসক্তি, বাল্য বিবাহের কুফল ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ক গণ-সচেতনতা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: আজ সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২০ ইং) সকাল ১০ টায় শশীতদ আলহাজ্ব মুহাম্মাদ আবু জাহের কলেজ মাঠে  “মুজিব শতবর্ষ উপলক্ষে“ মাদকাসক্তি, বাল্য বিবাহের কুফল ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ক গন-সচেতনতা সভা ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অতিথিবৃন্দরা শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন, বিশেষ করে মাদকাসক্তি, বাল্য বিবাহের কুফল, জঙ্গিবাদ ও ইভটিজিং প্রতিরোধ বিষয়। পাশাপাশি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন সম্পর্কেও বেশ কিছু বক্তব্য তুলে ধরা হয়।

উক্ত গন-সচেতনতা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আবুল ফজল মীর জেলা প্রশাসক কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবতার সেবক নামে পরিচিত কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম।

অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, লে. কর্ণেল মোঃ ইকবাল হোসেন অধিনায়ক সুলতানপুর (৬০- বিজিবি), মোঃ শাখাওয়াত হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কুমিল্লা, মোঃ পিন্টু বেপারী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কুমিল্লা, আমিরুল্লাহ সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবীদ্বার সার্কেল কুমিল্লা, ফৌজিয়া সিদ্দিকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্রাহ্মণপাড়া কুমিল্লা, আলহাজ্ব মুহাম্মাদ আবু তাহের প্রতিষ্ঠাতা- শশীতদ আলহাজ্ব মুহাম্মাদ আবু জাহের কলেজ, আজম উদ্দিন মাহমুদ অফিসার ইনচার্জ ব্রাহ্মণপাড়া থানা কুমিল্লা। এ ছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয় ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন সুশীল সমাজের নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.