মুক্তিযুদ্ধের সংগঠক আ’লীগ নেতা সেন্টু আর নেই

বিশেষ প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমানুল হক সেন্টু আর নেই। আজ শুক্রবার (৩০ অক্টোবর) ভোররাত সাড়ে চারটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ফুলবাড়িয়াস্থ নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন এই নেতা। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
সেন্টু ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকও ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আমানুল হক সেন্টু দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
আজ শুক্রবার ভোররাতে তিনি মারা যান। বাদ জুমা শহরের ট্যাংকেরপাড় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে সদর উপজেলার বিজেশ্বর গ্রামে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.