মিয়ানমার সেনাবাহিনী’র ঘাঁটি দখলে নিল বিদ্রোহীরা

(মিয়ানমার সেনাবাহিনী’র ঘাঁটি দখলে নিল বিদ্রোহীরা–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ড সীমান্তবর্তী মিয়ানমার সেনাবাহিনীর একটি ঘাঁটি দখলে নিয়েছে কারেন বিদ্রোহীরা। মিয়ানমার সেনাবাহিনী দেশটির ক্ষমতা দখল করে নেওয়ার পর সেনা শাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে দেশটির সাধারণ মানুষ।
বিক্ষোভকারীদের সমর্থনে আন্দোলন গড়ে তোলে দেশটির শক্তিশালী কারেন বিদ্রোহীরা।
বিদ্রোহীদের এক কর্মকর্তার বরাতে এএফপি জানিয়েছে, আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে পূর্বাঞ্চলীয় ওই ঘাঁটি দখলে নেওয়া হয়।

ওই কর্মকর্তা জানান, কারেন রাজ্যের সালবিন নদীর কাছে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে মঙ্গলবার সংঘর্ষ ছড়িয়ে পড়ে। নদীটি মিয়ানমার ও থাইল্যান্ডকে আলাদা করেছে। নদীর থাই অংশের বাসিন্দারা মিয়ানমার থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছে। তিনি বলেন, ‘আমাদের সেনারা বার্মিজ সামরিক ক্যাম্প দখলে নিয়েছেন।’

এর আগে গত মাসে কারেন বিদ্রোহীরা একটি সামরিক ঘাঁটি দখলে নেয়। এর পর কয়েক দফা বিমান হামলা চালিয়ে এর জবাব দেয় জান্তা সরকার।

গত ২০ বছরের মধ্যে কারেন রাজ্যে এই প্রথম বিমান হামলা চালায় মিয়ানমার সেনাবাহিনী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.