মিয়ানমারকে সাবমেরিন দিচ্ছে ভারত

(মিয়ানমারকে সাবমেরিন দিচ্ছে ভারত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারকে সামরিক খাতে ভারত সহায়তা করে আসছে বেশ আগে থেকেই। এবার সেই সাহায্যের ধারাবাহিকতায় যুক্ত হলো একটি কিলো ক্লাস সাবমেরিন। এটিই মিয়ানমারের নৌবাহিনীর প্রথম সাবমেরিন হতে চলেছে।

গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘মিয়ানমারের সঙ্গে সমুদ্র সংক্রান্ত সহযোগিতা আমাদের বৈচিত্র্যময় সম্পর্কের একটি অংশ। এরই প্রেক্ষিতে ভারত মিয়ানমারের নৌবাহিনীকে কিলো ক্লাস সাবমেরিন আইএনএস সিন্ধুবীর দেবে।’

১৯৮৮ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে এই সাবমেরিনটি সংগ্রহ করেছিল ভারত। অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তমের একটি শিপইয়ার্ডে এর সংস্কার কাজ চলছে।

ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রীবাস্তব বলেন, “আমরা জানি, এটি মিয়ানমার নৌবাহিনীর প্রথম সাবমেরিন হতে যাচ্ছে। (সূত্র: টাইমস অব ইন্ডিয়া)। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.