মিয়ানমারকে নিয়ে যে আশঙ্কা করছে জাতিসংঘ

(মিয়ানমারকে নিয়ে যে আশঙ্কা করছে জাতিসংঘ–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের কারণে রাজনৈতিক সংকট এবং মহামারি করোনা ভাইরাসের প্রভাবে ২০২২ সালের মধ্যেই দারিদ্র্যের কবলে পড়ার ঝুঁকিতে আছে দেশটির অর্ধেক মানুষ।
গতকাল শুক্রবার (৩০ এপ্রিল) জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এ সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউএনডিপি’র এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক কানি উইগনারাজা বলেন, ‘চলমান রাজনৈতিক সংকট এবং করোনা ভাইরাস দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে মিয়ানমারকে।’

তিনি আরও বলেন, ‘মিয়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসার পরে যতটুকু অগ্রগতি হয়েছে, তা মাত্র কয়েকমাসেই ধসে পড়ছে। এমন অবস্থায় দেশটিকে আবার ২০০৫ সালের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারে। সামরিক শাসনাধীনে থাকা ওই সময় দেশটির অর্ধেক জনগণই ছিল গরিব।’

এক প্রতিবেদনে ইউএনডিপি’র জানায়, করোনার কারণে দেশটির ৮৩ শতাংশ বাড়িতে পারিবারিক আয় প্রায় অর্ধেকে নেমেছে। এছাড়া দারিদ্র্যসীমার নিচে বাস করা মানুষের সংখ্যা বেড়ে ১১ শতাংশ হয়েছে।

এমন পরিস্থিতে সামরিক অভ্যুত্থানের পর দারিদ্র্যের হার আগামী বছর নাগাদ আরও ১২ শতাংশ বেড়ে যেতে পারে আশঙ্কা করছে ইউএনডিপি। (সূত্র: আল জাজিরা)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.