মিসরের রাজধানী কায়রোতে ট্রেনে-ট্রেনে সংঘর্ষে নিহত ২৫, যোগাযোগমন্ত্রীর পদত্যাগ

বিটিসি আন্তর্জাতিক ডেস্কগতকাল বুধবার মিসরের রাজধানী কায়রোতে প্রধান রেলস্টেশনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানি হয়েছে কমপক্ষে ২৫ জনের। এ দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেন যোগাযোগমন্ত্রী হিশাম আরাফাত।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, রামেসিস স্টেশনের দুর্ঘটনায় ৪৭ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা বলছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, রেলস্টেশনে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি অনুসারে, গতিপথ আটকে দেওয়ায় ট্রেন দুটির চালক নেমে বাগযুদ্ধে জড়ান। এরমাঝে একটি ট্রেন তখনো চালু ছিল, যা এগিয়ে সামনের ট্রেনটিকে ধাক্কা দিলে জোরালো বিস্ফোরণের কারণে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ্ আল সিসি বলেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইলো। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছি। সে ইসঙ্গে এই দুর্ঘটনায় জড়িতদের শিগগিরই বিচারের মুখোমুখি করার পাশাপাশি শাস্তি নিশ্চিতের আদেশ দেয়া হয়েছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.