মিতুর জামিন না মঞ্জুর

চট্টগ্রাম ব্যুরোচট্টগ্রামে স্ত্রীর অনৈতিক সম্পর্ক সইতে নাা পেরে ফেসসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করা চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুর আজ রোববার জামিন না মঞ্জুর করেছেন আদালত।

মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত মিতুর জামিন না মঞ্জুর করেন। মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তানজিলা হক চৌধুরী মিতুর জামিন চেয়ে আবেদন করেছিলেন তার আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ এতে বিরোধিতা করে। পরে শুনানি শেষে আদালত তানজিলা হক চৌধুরী মিতুর জামিন না মঞ্জুর করেন।

গত ৩১ জানুয়ারি নিজ শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশ। আত্মহত্যার আগে নিজের ফেসবুক ওয়ালে স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুর পরকিয়ার বিভিন্ন ছবি পোস্ট করেন। ওইদিনই গভীর রাতে নগরের নন্দনকানন এলাকায় তানজিলা হক চৌধুরী মিতুকে তার খালাতো ভাইয়ের বাসা থেকে গ্রেফতার করে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট।

এই ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার দায়ে মিতুসহ ছয়জনকে আসামি করে মামলা করা হয়। সেই থেকে কারাগারে রয়েছেন মিতু।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.