মায়ের প্রিয় ১৪টি ঘোড়া বেচলেন রাজা চার্লস

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের ঘোড়া উত্তরাধিকারসূত্রে পেয়েছেন রাজা তৃতীয় চার্লস। এবার ঘোড়দৌড়ের কিছু ঘোড়া বিক্রি করে দিয়েছেন তিনি।
বিবিসি জানিয়েছে, ১৪টি ঘোড়া গত সোমবার বিক্রি করেছেন রাজা।
নিলাম সংস্থা টেটারসলসের মাধ্যমে রানি এলিজাবেথের ওই ঘোড়াগুলো বিক্রি করে দেওয়া হয়েছে।
ঘোড়া এবং ঘোড়দৌড় নিয়ে প্রয়াত রানির উৎসাহের ব্যাপারে বরাবরই গণমাধ্যমে খবর প্রকাশ হতো। রাজমহলের ঘোড়াগুলো অংশ নিত নানা ঘোড়দৌড়ে।  
নিয়ম করে এপসম ডার্বির ঘোড়দৌড়ের অনুষ্ঠানে যোগ দিতেন রানি দ্বিতীয় এলিজাবেথ। যদিও শারীরিক অসুস্থতার কারণে চলতি বছরের জুনে ডার্বিতে উপস্থিত থাকতে পারেননি তিনি।
প্রাসাদে বসে টিভিতে দেখেছিলেন ঘোড়দৌড়। রানি এলিজাবেথের প্রতিনিধি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন তার বোন রাজকুমারী অ্যান। যিনি নিজেও একজন ঘোড়াপ্রেমী।
টেটারসলসের মুখপাত্র জিমি জর্জ অবশ্য দাবি করেছেন, ঘোড়া বিক্রির ঘটনা অস্বাভাবিক কিছু নয়। প্রতিবছরই রাজপরিবার থেকে কিছু ঘোড়া বিক্রি করে দেওয়া হয়।
তিনি আরো বলেন, রাজপরিবারের আস্তাবলে অনেকগুলো ঘোড়া ছিল। এতগুলো ঘোড়া সেখানে রাখা সম্ভব নয় বলে ১৪টি বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজা তৃতীয় চার্লসের আমলেও ঘোড়ার সঙ্গে রাজপরিবারের সম্পর্ক শেষ হবে না বলে দাবি করেছেন তিনি। (সূত্র: বিবিসি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.