মাস্ক বিহীন অসেচতন নাগরিক

কলকাতা (ভারত) প্রতিনিধি: তৃতীয় ঢেউয়ের শঙ্কা কে উক্ষেপ করে শহর রয়েছে আপন খেয়াল, কোথাও কোন না আছে দূরত্ব বিধি না আছে মাস্ক। এই ভাবে শহর বাসী মেতেছে পুজোর কেনাকাটায়। তার জেরেই প্রায় শতাধিক মানুষ পুলিশের জালে ধরা পড়ছে।
মামলাও রুজু হচ্ছে,খোদ রিপোর্ট কলকাতা পুলিশের,সবচেয়ে দাপট বেশী শনি, রবিবার ও অন্যান্য ছুটির দিনে।
প্রশাসনের এ নিয়ে খুব চিন্তা বাড়াচ্ছে কি ভাবে উৎসবের দিন গুলো সামাল দেওয়া যাবে ও যেখানে তৃতীয় ঢেউয়ের শতর্কতা।
# গত বাইশে আগস্ট একশো চুয়াত্তর।
# তেইশে আগস্ট একশো পয়ঁতাল্লিশ।
# চব্বিশ আগস্ট একশো একাশি।
# পঁচিশ আগস্ট একশো চুয়াত্তর।
# ছাব্বিশ আগস্ট একশো ছাপ্পান্ন।
# সাতাশ আগস্ট দু’শ আঠারো।
# আঠাশ আগস্ট তিনশ ছিয়াসি।
# উনত্রিশ আগস্ট তিনশ দুই জনের নামে মামলা রুজু হয়েছে।
গতকাল রবিবার শহরের তিনটি বড়মার্কেটে গিয়ে উদাসীনতার ছবি নজরে এলো,কোথাও কারও মুখে কোনও মাস্ক নেই বা আছেতো গলায় বা পকেটে,সর্ব স্তরের মানুষের মধ্যে একই প্রতিফলন। আর মাস দেড়েক বাদে দুর্গাপুজো,তাই দুপুরের পর থেকেই ভির জমতে শুরু করেছে গড়িয়া হাট মার্কেটে। সবাই উদাসীন, কোথাও কোন করোণা বিধির বালাই নেই। নিউ মার্কেটের অবস্থা একই রকম। নামজাদা হোটেলের সামনের ফুটপাতে বসা ব্যবসায়ীদের কারুরই মাস্ক নেই।
হাতিবাগান চত্বরের ও একই অবস্থা।
ক্রেতা ব্যবসায়ী কেউ কোথাও কোন বিধিই মানছেন না।
প্রসঙ্গত, গত শুক্রবার পুলিশ প্রশাসন ও পুর আধিকারিকদের সাথে এক বৈঠক হয়, সেখানে ঠিক হয় আগামি দিনে আরও কঠোর ভাবে বিধি নিষেধ মানা হবে এবং বৈঠক শেষে মুখ্য পুর প্রশাসক শ্রী ফিরহাদ হাকিম বিটিসি নিউজকে জানান. এবার থেকে আর ঢিলেমি দেওয়া হবে না ও বিধি ভঙ্গ করলে আটক করে ‘একশো টাকা জরিমানা করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.