জলঢাকায় আ’লীগের আলোচনা সভা ও খাদ্য বিতরন 

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরন করা হয়েছে।
গতকাল রোববার বিকেলে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের বঙ্গবন্ধু সরকারী ডিগ্রী মহাবিদ্যালয় হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হামিদুল হকের সভাপতিত্বে সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আনছার আলী মিন্টু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল।
এসময় আরও উপস্থিত ছিলেন শিমুলবাড়ী বঙ্গবন্ধু সরকারী ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদ আলী, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা শাহিনুর রহমান, কৃষকলীগ নেতা রুহাত ফারুক, জেনারেল হাসপাতালের পরিচালক নিরঞ্জন রায় রঞ্জু, ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য পরবা নন্দ রায়, সাংগঠনিক সম্পাদক সাহাবুল আলম, পৌর যুবলীগের আহবায়ক নজমুল কবির মুকুল, যুগ্ম আহবায়ক লাভলুর রশীদ, যুবনেতা রাজিব চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাদিউজ্জামান হাদি ও সাধারণ সম্পাদক আজম সরকার প্রমুখ।
সভাটি সঞ্চলনা করেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বাবু সুনিল চন্দ্র রায় ও যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান। সভা শেষে ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে এতিম ও  অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.