মাসের শেষ লকডাউন : শহরের বিভিন্ন জায়গায় নাকা চেকিং

কলকাতা প্রতিনিধি: আজ সোমবার (৩১ আগষ্ট) রাজ্যে ফের সম্পূর্ণ লকডাউন। মাসের শেষ লকডাউন ৷ শহরের বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলছে গতকাল রবিবার (৩০ আগষ্ট) গভীর রাত থেকেই।
লকডাউনের জেরে সপ্তাহের প্রথম দিনেও উত্তর থেকে দক্ষিণ কলকাতার রাস্তা ফাঁকা। বন্ধ দোকান, বাজার। গার্ড রেল দিয়ে বন্ধ করা হয়েছে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা।
জরুরী পরিষেবার গাড়ি ছাড়া আর কোনও গাড়ি যেতে দেওয়া হচ্ছে না।
দক্ষিণ কলকাতার নিউ আলিপুরের ছবিটাও অনেকটাই এক। নিউটাউনের ইউনিটেক মোড়েও ছবিটাও এক। সকাল থেকেই তৎপর নিউটাউন ট্রাফিক ও টেকনো সিটি থানার পুলিশ। শহরে ঢোকা এবং বেরনোর ক্ষেত্রে চালকদের যথার্থ কারণ দেখাতে হচ্ছে। তবেই মিলছে অনুমতি।
উত্তরবঙ্গের জেলাগুলি থেকে দক্ষিণ বা পশ্চিমের জেলায় পুলিশি প্রহরা রয়েছে নজরে পড়ার মতো। বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন। লকডাউনের ফলে সকাল থেকে স্তব্ধ বাঁকুড়া। বাঁকুড়ায় সকাল থেকেই রাস্তাঘাট প্রায় সুনসান। বন্ধ রয়েছে বড়বাজার, চকবাজার, মাচানতলা বাজার-সহ সবকটি বাজার। পুরুলিয়া, মেদিনীপুর, নদীয়ার ছবিটাও কম-বেশি এক।
শুধুমাত্র স্টাফ স্পেশ্যাল চলাচল করছে জরুরী পরিষেবা প্রদানকারী কর্মী এবং আধিকারিকদের জন্য। আজ রাজ্যে বন্ধ রয়েছে সমস্ত স্পেশ্যাল ট্রেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.