মাসিক দত্তক নেওয়া যাবে চিড়িয়াখানার পশুদের

কলকাতা (ভারত) প্রতিনিধি: এবার থেকে মাসিক টাকার বিনিময়ে চিড়িয়াখানার পশুদের দত্তক নেওয়া যাবে বলে জানান, চিড়িয়াখানার ডেপুটি অধিকর্তা পিয়ালি সিনহা। ইতিমধ্যেই ট্রায়াল বেসিসে এই চুক্তি চালু হয়েছে।
৬ই সেপ্টেম্বর থেকে ৫ই অক্টোবর পর্যন্ত একটি জেব্রা ও একটি ক্যাঙারু দত্তক নিয়েছেন সুমিত ভাট নামে শহরের এক ব্যক্তি।এছাড়াও মাসিক চুক্তিতে কাকাতুয়া ও গিরগিটি দত্তক নিয়েছেন শহরের দুই পশুপ্রেমি।
আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা আশিষ কুমার সামন্ত বিটিসি নিউজকে জানান, এক বছরের জন্য কোন প্রাণীকে দত্তক নিতে যা খরচ পরে তা ছাত্রছাত্রীরা,পশুপ্রেমি ও সাধারণ মধ্যবিত্তের পক্ষে সবসময় অত টাকা বহন করা সম্ভব হয়ে ওঠে না। তাই আমরা উদ্যোগ নিয়েছি যাতে সবাই ইচ্ছে করলে যেকোন সময় নির্দিষ্ট সময়ের জন্য দত্তক নিতে পারে।
যাঁরা দত্তক নেবেন তাঁদের পশুদের খাঁচার বাইরে নাম ,ছবি ও কোন্ প্রজাতির কোন্ পশু দত্তক নিলেন লেখা থাকবে।প্রত্যেক প্রাণীর আলাদা আলাদা খরচের চার্ট আছে। সেই মতো টাকা খরচ করলেই নাম উঠবে মান্থলি অ্যাডাপশন বোর্ডে।
যেমন,
জেব্রার মাসিক খরচ-৩০০০
ক্যাঙারুর খরচ মাসিক-২৫০০
হাতির মাসিক খরচ-১৬,৭০০
বাঘের মাসিক খরচ-১৬,৭০০
আরো বিস্তারিত চার্টে দেওয়া আছে। পশুপ্রমিরা তাঁদের ইচ্ছে মতন যেকোন প্রাণীর সময় মতো দত্তক নিতে পারবেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.