মালিবাগে বাসচাপায় ২ পোশাক শ্রমিক নিহত, বিক্ষোভ ও গাড়ি ভাঙচুর

ঢাকা প্রতিনিধিআজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মালিবাগে বাসচাপায় পোশাক কারখানার দুই শ্রমিকের মৃত্যুর জেরে রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এ সময় কয়েকটি বাসে আগুন দেয়া হয়।

পুলিশ বিটিসি নিউজকে জানায়, বেলা দেড়টার দিকে সুপ্রভাত পরিবহনের একটি বাস মালিবাগ রেলগেট ও আবুল হোটেলের মাঝামাঝি জায়গায় দুই নারী শ্রমিককে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান একজন এবং ঢাকা মেডিকেলে নেয়ার পর আরেক জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত নাহিদ পারভীন পলি ও মীম মালিবাগের এম এইচ গার্মেন্টসের শ্রমিক। এ ঘটনার পর মালিবাগ-রামপুরা সড়কে নেমে আসেন পোশাক শ্রমিকেরা।

রাস্তা অবরোধ করে ব্যাপক ভাঙচুর শুরু করেন তারা। এতে রামপুরা, মালিবাগ, মৌচাক, মগবাজার এলাকায় সৃষ্টি হয় যানজট। তবে সন্ধ্যা ৬টার পর পরিস্থিতি স্বাভাবিক হলে রাস্তায় যান চলাচল শুরু হয়। দুই শ্রমিককে চাপা দেয়া বাসটি জব্দ ও চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.