নাটোরে উৎসবমুখর পরিবেশে বই উৎসব পালিত

নাটোর প্রতিনিধিআজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে নাটোরে মাধ্যমিক, ইবতেদায়ি, ভোকেশনাল ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার মাধ্যমে পালিত হয়েছে বই উৎসব।

নাটোর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহম্মদ শহরিয়ার, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজ্জাকুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদ উদ্দিন আহমেদ সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ।

এবার জেলার ২ লাখ ৫ হাজার ৮৩২ জন সরকারি ও এনজিও পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৯ লাখ বই, ১ লাখ ৫০ হাজার ৪৭০জন মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ২১ লাখ ৮২ হাজার ২১৫টি বই এবং ৫৩ হাজার ৪৬৫ জন মাদ্রাসার শিক্ষার্থীর মাঝে ৫লাখ ৫৬ হাজার ১৭০টি বই বিতরণ করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.