মার্শ-শর্টের ব্যাটিং তাণ্ডবে সিরিজ অস্ট্রেলিয়ার

 

বিটিসি স্পোর্টস ডেস্ক: ব্যাট-বলে দুই বিভাগেই আধিপত্য দেখালো অস্ট্রেলিয়া। টানা দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে নিশ্চিত করেছে তিন ম্যাচের সিরিজ। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে তারা হারিয়েছে ৮ উইকেটে।
প্রথম ম্যাচে ২২৬ রানের বিশাল পাহাড় গড়ে দ্বিতীয় ম্যাচে তাড়া করেছে ১৬৫ রান। তাতে অস্ট্রেলিয়া এটা দেখিয়ে দিয়েছে যে, তাদের ব্যাটিং গভীরতা প্রোটিয়াদের চেয়েও শক্তিশালী।
ডারবানে প্রথমে টস জিতে বোলিং নেয় অস্ট্রেলিয়া। প্রোটিয়ারা তেম্বা বাভুমার ৩৫, অধিনায়ক এইডেন মারক্রামের ৪৯ ও ট্রিস্টান স্টাবসের ২৭ রানে ভর করে ৮ উইকেটে ১৬৪ রানের সংগ্রহ দাঁড় করায়। বল হাতে ২২ রানে শন অ্যাবট তিন উইকেট নিয়েছেন। ম্যাচসেরাও তিনি। ২৫ রানে সমসংখ্যক উইকেট নেন নাধান এলিসও। ২৫ রানে দুটি উইকেট নেন জেসন বেহরেনড্রফ।
তার পর ওপেনার ট্রাভিস হেড ৩২ রানে ফিরলেও ম্যাচটায় তাণ্ডব চালান ম্যাথিউ শর্ট আর মিচেল মার্শ। ১৩২ রানে ফেরার আগে ৩০ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬৬ রান করেন শর্ট। মার্শ অবশ্য ৩৯ বলে ৮ চার ও ৬ ছক্কায় ৭৯ রানে অপরাজিত থাকেন। তাদের তাণ্ডবে অস্ট্রেলিয়া ১৪.৫ ওভারেই ম্যাচটা নিশ্চিত করেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.