ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর শেরে বাংলা নগরে বাণিজ্যমেলার পুরোনো মাঠে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এক অনুষ্ঠানে সরকারপ্রধান এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন।
উদ্বোধনের পরের দিন রোববার যান চলাচলের জন্য উন্মুক্ত হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশ।
প্রকল্প পরিচালক এএইচএমএস আক্তার জানান, এ অংশের দৈর্ঘ্য সাড়ে ১১ কিলোমিটার। এতে বোর্ডিংয়ের জন্য ১৫টি র‌্যাম্প রয়েছে। এর মধ্যে বনানী ও মহাখালীর দুটি র‌্যাম্প আপাতত বন্ধ থাকবে।
এক্সপ্রেসওয়েতে ঘণ্টায় গাড়ির সর্বোচ্চ গতিসীমা ৬০ কিলোমিটার হবে জানিয়ে পিডি বলেন, এতে চড়তে পারবে না থ্রি হুইলার, বাইসাইকেল ও পথচারীরা। আপাতত এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে না মোটরসাইকেলও।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.