মার্চে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

বিটিসি স্পোর্টস ডেস্ক: ডিসেম্বরে শেষ হয়েছে বিশ্বকাপ ফুটবল। এরপর কেটে গেছে দুই মাস। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাসহ অন্যান্য দেশের খেলোয়াড়রা ক্লাব ফুটবলে ব্যস্ত হয়ে পড়েছে।
বিশ্বকাপ শেষ হওয়ার পর মাঠে নামা হয়নি আর্জেন্টিনার। তবে এই মার্চেই দুটি প্রীতি ম্যাচে অংশ নেবে লিওনেল মেসিরা। আগেই প্রথম ম্যাচের প্রতিপক্ষের নাম ঘোষণা করা হয়েছিল। এবার জানা গেল দ্বিতীয় প্রতিপক্ষ দলের নাম।
বৃহস্পতিবার এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আসন্ন দুই ম্যাচের প্রতিপক্ষ ও সময়সূচি জানিয়েছে। ম্যাচ দুটিতেই বিশ্বকাপের একাদশ নিয়ে নামার ইঙ্গিত দিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।
দেশের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া আর্জেন্টিনার প্রথম ম্যাচ হবে ২৩ মার্চ। সেই ম্যাচে তারা পানামাকে আতিথ্য দেবে। এর পাঁচ দিন পরেই দ্বিতীয় ম্যাচে নামবেন মেসিরা। ২৮ মার্চ তারা খেলবে কিরাকাওয়ের বিপক্ষে। বিবৃতিতে বলা হয়েছে, পানামার বিপক্ষে প্রথম ম্যাচটি হবে এল মনুমেন্তালে মাঠে। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.