মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী লড়াই থেকে সরে দাড়ালেন মাইকেল ব্লুমবার্গ

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্কের সাবেক মেয়র শীর্ষ ধনী মাইকেল ব্লুমবার্গ ডেমোক্র্যাট দল থেকে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থী হতে চেয়েছিলেন। এই জন্য লক্ষ লক্ষ মার্কিন ডলারও ব্লুমবার্গ তার নির্বাচনী প্রচারণায় খরচ করেছেন। তবে শেষ পর্যন্ত প্রাইমারি ভোটে কোনো অঙ্গরাজ্যেই জয় না পাওয়ায় আর প্রচারণা চালাবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি।

জানা গেছে, নির্বাচনী প্রচারণায় গত তিনমাসে ৪০৯ মিলিয়ন ডলার খরচ করেছেন মাইকেল ব্লুমবার্গ।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রাইমারি ভোটের সুপার টুয়েসডেতে বাজিমাত করছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। ১৪টি রাজ্যের মধ্যে ১০টিতেই জিতেছেন তিনি। হোয়াইট হাউজের দৌড়ে টিকে থাকতে হলে একজন ডেমোক্রেট প্রার্থীকে কমপক্ষে ১৯৯১ টি ডেলিগেট পেতে হবে।

এর মধ্যে সুপার টুয়েসডেতে অনুষ্ঠিত ভোটে ডেলিগেট ছিলেন কমপক্ষে ১৩০০। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কে হবেন ডেমোক্র্যাট প্রার্থী তা নির্ধারণ করতে গত ৩রা ফেব্রুয়ারী থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে প্রাইমারি নির্বাচন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.