মার্কিন ড্রোন ভূপাতিত করল ইয়েমেন

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের সীমান্তবর্তী হারাদ জেলার আকাশে গোয়েন্দাবৃত্তি করার সময় ড্রোনটিতে আঘাত হানা হয়। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে।

পার্সটুডের খবরে বলা হয়েছে- কয়েক দিন আগেও ইয়েমেনের সা’দা প্রদেশে সেনাবাহিনী ও গণবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের গুলির আঘাতে সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত হয়েছে।

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী মাঝে মধ্যেই শত্রুর এ ধরণের ড্রোন ভূপাতিত করে থাকে।

ইয়েমেনের ক্ষমতায় নিজের অনুগত সরকার বসাতে ২০১৫ সালের মার্চ থেকে সেদেশে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ। তাদের আগ্রাসনে এ পর্যন্ত ইয়েমেনে ১৬ হাজারের বেশি মানুষ নিহত, হাজার হাজার আহত এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.