মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৬ মাসের জামিন

ঢাকা প্রতিনিধি: ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। আলাদা দুই মামলায় জামিন চেয়ে করা আবেদনের ওপর শুনানি গ্রহণ শেষে আজ মঙ্গলবার দুপুরে বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ওই দুই মামলায় খালেদা জিয়ার জামিন চেয়ে করা আবেদনের শুনানি গতকাল সোমবার শেষ হয়। পরে হাইকোর্ট আদেশের জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন। বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এজে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফআর খান।

উল্লেখ্য, ২০১৪ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ২০১৬ সালে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলা দুটি বিচারাধীন রয়েছে। এ মামলায় গত ২০ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

গত মে মাসে ওই দুই মামলায় হাইকোর্টে জামিন আবেদন করা হয়। পরে গত ২২ মে শুনানির জন্য ১৭ জুন দিন ধার্য করেছিলেন আদালত।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.