মাধবপুরে নৌকার শোচনীয় পরাজয়ে দায় কি শুধুই শ্রীধামের ?

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: মাধবপুর পৌর নির্বাচনে নৌকার শোচনীয় পরাজয়ের ফলে জেলাজুড়ে চলছে নানান আলোচনা ৷ এদিকে বিটিসি নিউজের অনুসন্ধানে বের হয়ে এসেছে নানান তথ্য চিত্র।
মাধবপুরে নৌকার প্রার্থী ৬০৮ ভোট পেয়ে নির্ধারিত পরিমান ভোটের শর্ত পূরণ করতে না পারায় তার জামানত বাতিল হয়। বিষয়টি নিয়ে জেলাজুড়ে যেমন নৌকার এই প্রার্থী হাস্যরসের খোরাক হয়েছেন তেমনি প্রতিক মনোনয়নেও প্রশ্নবিদ্ধ হয়েছে দলের হাই কমান্ড।
এদিকে বিষয়টি নিয়ে শ্রীধাম দাশগুপ্ত সংবাদ সম্মেলন করেছেন ৷ তিনি সংবাদ সম্মেলনে নানান অভিযোগ করে বলেন, নৌকার পক্ষে লোক দেখানো কাজ করে অন্যদিকে দলীয় মাইমলরা সুযোগ গ্রহন করে।
বিষয়টি নিয়েও চলছে নানান আলোচনা। নৌকার এমন পরাজয়ে দায় একা শুধু শ্রীধাম দাশগুপ্ত বহন করবেন বিষয়টা এমনও নয়৷ কেননা প্রার্থীর প্রতি দলীয় নেতাকর্মীরা আন্তরিক ছিলেন না বলেও মন্তব্য করেছেন অনেকে। দায় একা শ্রীধাম নিতেও রাজি নন।
জামানত বাজেয়াপ্ত থেকে শুরু করে শোচনীয় পরাজয়ের গ্লানি দলেরও ভাগ ভাটোয়ারা করে নিতে হবে, এমন বিষয়গুলোরই ইঙ্গিত পাওয়া যায় শ্রীধামের সংবাদ সম্মেলনে ৷
কেননা, দলীয় নেতাদের পরিপূর্ণ সমর্থন পাননি তিনি- এমনই অভিযোগ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি মাজহারুল ইসলাম তানিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.