মাদক সম্রাট সংসদেই আছে, তাদের ফাঁসিতে ঝুলান: এরশাদ

বিটিসি নিউজ ডেস্ক: বুধবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনির্য়াস ইনিস্টিউট মিলনায়তনে দলের কেন্দ্রেীয় কমিটি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে  জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, মাদক নির্মূলের নামে বন্দুকযুদ্ধে নির্বিচারে হত্যা করা হচ্ছে। যাদের হত্যা করা হচ্ছে তারা কারা আমরা জানি না। মাদক সম্রাটতো সংসদেই আছে, সরকারকে বলবো আগে তাদেরকে বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলান
এভাবে বিনা বিচারে মানুষকে হত্যা করা যায় না। প্রত্যেক নাগরিকেরই সাংবিধানিকভাবে বিচার পাওয়ার অধিকার আছে। কোথাও এর নজির নেই। বিশ্ব এটা মেনে নেবে না। মাদক নির্মূলে সংসদের আসন্ন বাজেট অধিবেশনেই সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করার দাবি জানান তিনি।
যানজট প্রসঙ্গে তিনি বলেন, যানজটের কারণে প্রতিদিন ৫১ লাখ ঘণ্টা অপব্যয় হচ্ছে। হাজার হাজার  কোটি টাকা ক্ষতি হচ্ছে দেশের। এ থেকে পরিত্রাণ পেতে হলে বিকেন্দ্রীকরণ করতে হবে। প্রাদেশিক শাসনব্যবস্থা করতে হবে। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিরোধীদলীয় নেতা ও জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের, দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা ও হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন প্রমুখ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.