মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণ, গুলিবিদ্ধ ১

 

আরএমপি প্রতিবেদক: আজ মঙ্গলবার দিবাগত রাত্রি অনুমান ০২.২০ ঘটিকার সময় আরএমপি’র মতিহার থানাধীন চর শ্যামপুর বালুর ঘাট এলাকায় মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণ ও গোলাগুলির ঘটনা ঘটে। সংবাদ পেয়ে আরএমপি’র ডিবি পুলিশ ও মতিহার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

এ সময় ঘটনাস্থল হতে মোঃ আরিফুল ইসলাম (৩৫), পিতা-মৃত ইমারত হাজী, সাং-সুরাফনের মোড় (বউবাজার), থানা-মতিহার, মহানগর রাজশাহীকে ১টি দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেফতার করে এবং মোঃ জার্মান (৩২), পিতা-মৃত আবুল কাশেম, সাং-পঞ্চবটি খরবোনা, থানা-বোয়ালিয়া, মহানগর রাজশাহীকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়।

এ সময় ঘটনাস্থল হতে ১০৪ বোতল ফেন্সিডিল, ১টি ছোরা ও ২টি পাসলি উদ্ধার হয়। পায়ে গুলিবিদ্ধ গ্রেফতারকৃত আহত আসামী জার্মানকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উক্ত ঘটনায় মতিহার থানায় অস্ত্র আইন, বিশেষ ক্ষমতা আইন ও পুলিশের কাজে বাধা সংক্রান্ত দন্ডবিধি আইনে ৩টি মামলা রুজু হয়েছে এবং এই ঘটনার সাথে জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র  ইফতেখায়ের আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.