মাগুরায় দুটি যাত্রীবাহী বাস-মাইক্রোবাস’র সংঘর্ষে নিহত-৪, আহত-৩০

মাগুরা প্রতিনিধি: মাগুরায় দুটি যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের সংঘর্ষে ৪ বাসযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের মঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন দুর্ঘটনার শিকার চাকলাদার পরিবহনের সুপারভাইজার আমিন মিয়া (৪০)। তার বাড়ি যশোর জেলা সদরের রুপদিয়া গ্রামে। নিহত আরেকজন হলেন নরসিংদি জেলার দত্তপাড়ার ফকরুল ইসলাম (৩৮)।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, বরিশাল থেকে চাকলাদার পরিবহনের যশোরগামী একটি যাত্রীবাহী বাস ও একই দিকে যাওয়া একটি মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই ৪জন মারা যান। আর আহত অবস্থায় উদ্ধার করে ৩০ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি জানান, চাকলাদার পরিবহনের বাসটি এখনো রাস্তার পাশে খাদে পড়ে আছে। সেটি উদ্ধারের চেষ্টা করছে মাগুরা ও যশোর ফায়ার সার্ভিসের সদস্যরা। নিহতরা সবাই এ পরিবহনের যাত্রী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মাগুরা প্রতিনিধি মো. তানভির আহম্মেদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.