মহারাজপুর ইউপি নির্বাচন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোখলেশুর রহমানের মনোনয়পত্র জমা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৫নম্বর মহারাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মহারাজপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মোখলেশুর রহমান (সতেমান)।

মনোনয়নপত্র জমাদানের শেষ দিন আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলায় সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তার কাছে এই মনোনয়নপত্র জমা দেন তিনি।
তিনি সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মহারাজপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মোখলেশুর রহমান (সতেমান) দীর্ঘ ৫ বছর অত্যন্ত সুনাম ও সফলতার সাথে ইউনিয়নবাসীর সেবা করে গেছেন। গত নির্বাচনে অংশ না নিলেও আসন্ন ৫ জানুয়ারীর নির্বাচনে অংশ নেয়ার জন্যও দীর্ঘদিন থেকেই সাধারণ মানুষের পাশে থেকে সেবা করার চেষ্টা করে গেছেন।
আগামীতেও চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়নের অসহায়, দরিদ্র, দুঃখী মানুষসহ সকলের সেবা করার জন্য ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.