নবীগঞ্জে প্রাইভেটকারসহ ৩৫ কেজি গাঁজা নিয়ে মাদক ব্যবসায়ী আটক


নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ঢাকা সিলেট মহাসড়কের রুস্তমপুর নামকস্থানে একটি প্রাইভেটকার ও ৩৫ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) অভিযান চালিয়ে মৌলভীবাজার জেলার বড়কাপন গ্রামের মোঃ আফতাব আলীর পুত্র মোঃ সহিদ মিয়া (২৮), কে ৩৫ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কারসহ আটক করে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির এসআই শফিকুর রহমানসহ একদল পুলিশ।
আটককৃত নেভী ব্লু রংয়ের প্রাইভেট কার নাম্বার -ঢাকা মেট্রো-খ-১১-০৩৮৭।
বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ বিটিসি নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ৩৫ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ আটককৃত মোঃ সহিদ মিয়ার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে হবিগঞ্জ কারাগারে প্রেরণ করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মোঃ আলাল মিয়া। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.