মহানগর ডিবি পুলিশের অভিযানে ৫১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১জন গ্রেফতার

আরএমপি প্রতিবেদক: এসআই(নিঃ) মোঃ ছয়ফুল ইসলাম, গোয়েন্দা শাখা, মহানগর রাজশাহী সঙ্গীয় ফোর্সসহ  মহানগর এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গতকাল ইং-২১/০৬/২০১৯ তারিখ সকাল ০৮.৫৫ ঘটিকার সময় রাজপাড়া থানাধীন বহরমপুর শেষ মাথা উপ-পরিচালক(ম্যাজিষ্ট্রেট) এর কার্যালয়, মহিলা সহায়তা কর্মসূচী, মহিলা বিষয়ক অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, রাজশাহীর প্রধান গেটের সামনে পাকা রাস্তার উপর  হইতে ৫১০(পাঁচশত দশ) পিচ, ওজন-৫০.১০(পঞ্চাশ দশমিক এক শূণ্য) গ্রাম লালচে গোলাপী রংয়ের নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ  আসামী ১।

মোঃ বাপ্পি হোসেন(২১), পিতা-মোঃ বাবলু হোসেন, সাং-দাশপুকুর বউ বাজার, থানা-রাজপাড়া, মহানগর রাজশাহীকে গ্রেফতার করেন। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার(সদরমোঃ গোলাম রুহুল কুদ্দুস এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতেএ তথ্য জানানো হয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.